এক বছর ধরে লাগাতার ধর্ষণের শিকার হতে হল দিল্লির এক কলেজছাত্রীকে। সঙ্গে প্রাণনাশের হুমকিও! শেষে অভিযুক্ত যখন তাঁর বন্ধুদের শয্যাসঙ্গিনী হওয়ার জন্য ব্ল্যাকমেল করতে শুরু করল, তখন থানায় অভিযোগ দায়ের করলেন নির্যাতিতা। পুলিস সূত্রে খবর, অভিযুক্তের নাম অভিষেক। বাড়ি, হরিয়ানার গুরুগ্রামে। নির্যাতিতার দাবি, ২০২০ সালে ইনস্টাগ্রামে অভিষেকের সঙ্গে আলাপ। এরপর গুরুগ্রামে একটি পার্কে প্রথম দেখা হয় দু’জনের। তারপর? অভিযোগ, ২০২১ সালে দ্বিতীয়বার দেখা হওয়ার পর ওই তরুণীকে গেস্ট হাউসে নিয়ে ধর্ষণ করে অভিষেক। এমনকী, হোটেলে নিয়ে গিয়ে নাকি তাঁকে ধর্ষণ করা হয় আরও বেশ কয়েকবার! ২০২০ সালে ওই তরুণী ছিলেন নাবালিকা। সেকারণেই অভিযুক্তের বিরুদ্ধে পকসো-সহ একাধিক আইনে মামলা রুজু করেছে পুলিস। শুধু তাই নয়, মেডিক্য়াল পরীক্ষার পর সাক্ষ্য দেওয়ার জন্য আদালতেও পেশ করা হয় নির্যাতিতাকে। অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে।