খেলা

সুপার ওভারে ম্যাচ জয় দিল্লির

 প্রথম রুদ্ধশ্বাস ম্যাচ। দুবাইয়ে আজ দিল্লি ক্যাপিটালস বনাম কিংস ইলেভেন পাঞ্জাব ডুয়েলে ১৩ তম আইপিএলের প্রথম সুপার ওভার। শেষ ওভারে অনায়াসে ম্যাচ জেতার সুযোগ থাকলেও ভুল করে বসেন মায়াঙ্ক আগারওয়াল। মার্কাস স্টোয়েনিসের বলে হেটমায়ারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আগারওয়াল। এরপর শেষ বলে কিংস ইলেভেন পাঞ্জাবের ১ রান দরকার ছিল। সেখানেই শেষ বলে ক্রিস জর্ডন ক্যাচ দিয়ে আউট হন। শেষ ওভারে ২টি উইকেট তুলে নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন স্টোইনিস। এর আগে ব্যাটে ২১ বলে ৫৩ রান করে ব্যাট হাতে ম্যাচের মোর ঘুরিয় দেন। তাঁর ধুঁয়াধার ব্যাটিংয়ে ভর করেই দিল্লি ১৫৭ রানে পৌঁছয়। এই রান তাড়া করতে নেমে মায়াঙ্ক আগারওয়াল এদিন পাঞ্জাবের জয়ের ভিত গড়ে দেন। তাঁর ৬০ বলে ৮৯ রানে ভর করে পাঞ্জাব নির্ধারিত ২০ ওভারে ১৫৭ রান তোলে। মায়াঙ্ক নিজেই অনায়াসে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পারতেন। শেষ ওভারে স্নায়ুর চাপ ধরে রাখতে না পেরে বড় শট খেলতে গিয়ে আউট হন। এদিন তাঁর ৮৯ রানের দামি ইনিংস শেষ পর্যন্ত আর কাজে এল না। মায়াঙ্কের ইনিংস ৭টি চার ও ৪টি ছয় দিয়ে সাজানো ছিল। শেষ পর্যন্ত পাঞ্জাব ১৫৭ রান তুললে ম্যাচ সুপার ওভারে গড়ায়। সুপার ওভারে এরপর দিল্লির হয়ে নায়ক কাগিসো রাবাদা। দিল্লির হয়ে অতীতে নাইট রাইডার্সের বিরুদ্ধে নিজের কাঁধে দলকে সুপার ওভারে জিতিয়েছিলেন রাবাদা। এবার ২০২০ আইপিএলের নিজেদের প্রথম ম্যাচে সুপার ওভারে দুরন্ত বোলিং করলেন রাবাদা।সুপার ওভারে রাবাদা মাত্র ২ রান খরচ করে। লোকেশ রাহুলকে ২ ও পুরানকে ১ রানে আউট করেন রাবাদা। ২টি উইকেট নিয়ে সুপার ওভারে দিল্লির হয়ে অনবদ্য বোলিং রাবাদার। ম্যাচ জিততে সুপার ওভারে দিল্লিকে ৩ রান করতে হত। পন্থ ও শ্রেয়স আইয়ার ২ বলেই সেই রান সম্পূর্ণ করেন। ফলে রুদ্ধশ্বাস ম্যাচে দুরন্ত জয় দিল্লি ক্যাপিটালসের।