দেশে আছড়ে পড়েছে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ। ব্যতিক্রম নয় রাজধানী দিল্লিও। দিল্লির সামগ্রিক করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা পিছিয়ে দেওয়ার কেন্দ্রের কাছে আবেদন জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, ‘৬ লাখ ছাত্রছাত্রী পরীক্ষা দেবে এবং ১ লাখ শিক্ষক শিক্ষিকা পরীক্ষার সঙ্গে যুক্ত থাকবেন। সেক্ষেত্রে পরীক্ষাকেন্দ্রগুলি কোভিড সংক্রমণের হটস্পট হয়ে উঠতে পারে। পড়ুয়াদের জীবন অত্যন্ত মূল্যবান। আমি হাতজোড় করে CBSC-র কাছে পরীক্ষা বাতিলের আবেদন জানাচ্ছি। অফলাইন পরীক্ষা নেওয়ার পরিবর্তে ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা অনলাইনে পরীক্ষা নেওয়া যেতে পারে।’ সিবিএসই (CBSE)-কে কেজরিওয়ালের পরামর্শ, ‘অনলাইন পরীক্ষা আয়োজন করুন নয়তো ইন্টারনাল পরীক্ষার মুল্যয়নে পড়ুয়াদের উত্তীর্ণ করুন। কিন্তু অফলাইন বোর্ড পরীক্ষা বাতিল আবশ্যিক।’ তাঁর যুক্তি, ‘একটা পরীক্ষার সঙ্গে অনেকগুলো মানুষ জড়িয়ে থাকে। করোনার এই আবহে বোর্ড পরীক্ষা হলে সেই পরীক্ষাকেন্দ্র গুলো কোভিড হটস্পট হয়ে উঠবে। বাচ্চাদের শরীর এবং স্বাস্থ্য এই মুহূর্তে সুস্থ রাখা খুব গুরুত্বপূর্ণ। বহু দেশ সংক্রমণ রুখতে অফলাইন পরীক্ষা বাতিল করেছে। দেশের অনেক অঙ্গরাজ্য সেই পথে হেঁটেছে। আপনারাও উদ্যোগী হন।’