দেশ

অনুব্রত মণ্ডলের জামিনের মামলার শুনানি পিছল দিল্লি হাইকোর্টে

 অনুব্রত মণ্ডলের জামিনের মামলার শুনানি পিছল দিল্লি হাইকোর্ট। আগামী ২৩ মার্চ ওই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগেও দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত গোরু পাচার মামলায় গ্রেপ্তার অনুব্রত’র জামিনের আর্জি খারিজ করে দেয়। আদালতের তরফে জানানো হয়েছিল, দিল্লি হাইকোর্টে মামলা করে ইডি’র জিজ্ঞাসাবাদ পিছিয়ে দিয়েছেন তৃণমূল নেতা। তার পরে ইডি নির্দিষ্ট সময়ে চার্জশিট পেশ করতে পারেনি। জামিনের আর্জি খারিজ হওয়ার পরই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। গত ৮ ফেব্রুয়ারি অনুব্রতের আবেদনের ভিত্তিতে মামলার শুনানি ছিল দিল্লি হাইকোর্টে। কিন্তু ওই দিন শুনানি হয়নি। এদিন শুনানির দিন ধার্য হয়েছিল। আবার তা পিছিয়ে গেল।