একে করোনায় তাঁর সঙ্গে জুটেছে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ। এই রোগের আবার ওষুধ মিলছে না। যা নিয়ে রীতিমতো হতাশা প্রকাশ করল দিল্লি হাইকোর্ট। আদালতের তরফে তো বলেই দেওয়া হল, ‘নরকে বাস করতে হচ্ছে। প্রত্যেকেই অসহায়।’ দুটি মামলার পরিপ্রেক্ষিতে দিল্লি হাইকোর্টের বিচারপতি বিপিন সাঙ্ঘী ও যশমীত সিংয়ের ডিভিশন বেঞ্চ এই মন্তব্য করেছে।
ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ অমিল। এই মর্মে দিল্লি হাইকোর্টে অভিযোগ জানান দুই রোগী। সেই মামলার শুনানির সময়ই সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দিল্লি হাইকোর্টের দুই বিচারপতি। আইনজীবী রাকেশ মালহোত্রা রোগীর পক্ষে সওয়াল করেন। তার জবাবেই বিচারপতিরা সরকার পক্ষের আইনজীবীর কাছে ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ আমদানির কী পরিস্থিতি তা জানতে চান। অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতম শর্মা জানান, ইতিমধ্যেই অস্ট্রেলিয়া, রাশিয়া, জার্মানি, আর্জেন্টিনা, বেলজিয়াম, চীন থেকে ২ লক্ষ ৩০ হাজার লিপোসোমাল অ্যাম্ফোটেরিসিন-বি অর্ডার দেওয়া হয়েছে। ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, ডেলিভারি ও বিতরণের বিষয়টি নিয়ে। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের হার যেভাবে বাড়ছে, তাতে এই পরিমাণ ওষুধ কী পর্যাপ্ত হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর বিস্তারিত তথ্য সমেত আগামী সোমবারের মধ্যে দিতে বলা হয়েছে। ইতিমধ্যেই একাধিক রাজ্য ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা করেছে।