২৬ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছিল কেজরিওয়াল সরকার। কিন্তু করোনা সংক্রমণের ভয়াবহ অবস্থা দেখে আরও এক সপ্তাহ বাড়ানো হল লকডাউনের মেয়াদ। কারণ লকডাউন চললেও করোনায় আক্রান্ত হওয়ার হার এখনও উর্ধ্বমুখী। সাংবাদিক বৈঠকের মাধ্য়ে আজ এই ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ৩ মে পর্যন্ত এই লকডাউন চলবে। সাংবাদিক বৈঠকে অরবিন্দ কেজরিওয়াল বলেন, শহরে করোনা ভাইরাস এখনও তার দাপট দেখাচ্ছে। জনগণের মতামত, লকডাউনের মেয়াদ বাড়ানো উচিত। আর তাই আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানো হল। তবে এই লকডাউনে কোরিয়ার সার্ভিস ও এবং স্বনির্ভরদের ছাড় দেবে সরকার। বিশেষত ইলেক্ট্রিশিয়ান, কলের মিস্ত্রি, ওয়াটার পিউরিফায়ার মেরামতকারীদের কিছু ছাড় দেওয়া হবে। ছোটদের বইয়ের দোকান এবং ফ্যানের দোকান খোলা থাকবে। এছাড়া অত্যাবশকীয় জিনিসের উপর ছাড় থাকবে।