কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের প্রতিবাদে কৃষক সংগঠনগুলির “দিল্লি চলো” অভিযান ঘিরে আজও উত্তপ্ত দিল্লি-হরিয়ানা সীমান্ত আজও কৃষকদের বিক্ষোভ অব্যাহত। বিক্ষোভকারীদের হঠাতে পুলিস জলকামান ও কাঁদানে গ্যস ছুঁড়ছে বলে জানা যাচ্ছে। বিপুল সংখ্যক কৃষক দিল্লিতে ঢোকার চেষ্টা করছেন। কিন্তু পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে কঠোর পুলিসি নিরাপত্তার বেড়াজাল রয়েছে। কৃষকরা সেখানেই রাতারাতি ক্যাম্প করেছিল আর শুক্রবার সকাল থেকে সেখানেই প্রতিবাদ জানাচ্ছেন। পুলিস তাঁদের ফিরে যাওয়ার আবেদন করেছিল। পাশাপাশি করোনার সুরক্ষা বিধি অনুসরণ করতেও বলেছিল। কিন্তু কৃষকরা অনড়। কৃষকরা জানিয়েছেন, যাই ঘটুক না কেন আমরা দিল্লিতে যাব। সরকার আমাদের কথা শুনছে না এবং আমরা দিল্লির রামলীলা মাঠে থামব। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে , “আমরা কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করছি । আমরা তাদের জানাচ্ছি যে, কোরোনার জন্য যে কোনও ধরনের সমাবেশ ও ধরনা করার অনুমতি নেই । এরপরও যদি তারা দিল্লিতে ঢোকার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।” তবে কৃষকদের তরফে জানানো হয়েছে , যেখানে তাদের আটকানো হবে , সেখানেই তারা ধরনায় বসবে ।