দেশ

দিল্লিতে রেকর্ড বৃষ্টি! মৃত্যুর সংখ্যা বেড়ে ১০

৮৮ বছরের রেকর্ড ভেঙে প্লাবিত দিল্লি। শুক্রবার দিনভর ভারী বৃষ্টিপাতের পর শনিবার ফের কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন। আগামী কয়েকদিন ঝড়বৃষ্টির হাত থেকে নিস্তার নেই রাজধানীবাসীর। দুর্যোগের জেরে ১০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এই তালিকায় রয়েছে দুই শিশুও। উত্তর পশ্চিম দিল্লিতে তড়িদাহত হয়ে তারা মৃত্যুর কোলে ঢোলে পড়ে। বসন্ত বিহার এলাকায় নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃত শ্রমিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন। ধ্বংসস্তূপে আটকে মৃত্যু হয় তাঁদের। শনিবার বিকেলে ওখলা আন্ডারপাসে জমা জলে ডুবে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। বিগত ১০০ বছরে জুন মাসে দিল্লিতে এত বৃষ্টিপাত হয়নি। এদিন একটি সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন দিল্লির জল দফতরের মন্ত্রী অতিশি। এদিন বিপর্যয় মোকাবিলা নিয়ে তিনি আলোচনা করেন লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার সঙ্গে। গোটা বর্ষার মরশুমে দিল্লিতে ৮০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কিন্তু, ১৯৩৬ সালের পর মাত্র ২৪ ঘণ্টায় এই প্রথম বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ২২৮ মিলিমিটার। যা একটি রেকর্ড। লেফটেন্যান্ট গভর্নর ২৪ ঘণ্টার একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। আগামী সাতদিন দিল্লিতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত চলবে বলেই পূর্বাভাস IMD-র। চলবে বজ্রপাতও। মাত্র ২৪ ঘণ্টার বৃষ্টিতেই ভয়াবহ পরিস্থিতি দিল্লিতে। একাধিক গেলে জলের নীচে ডুবে গিয়েছে। কোথাও কোমর তো কোথাও আবার হাঁটু সমান জল রাজধানীতে। এমত পরিস্থিতিতে আশঙ্কা করা হচ্ছে, বৃষ্টিপাত আরও বাড়লে দিল্লিতে বন্যা হতে পারে।