দেশ

দিল্লিতে রেল স্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার

প্রবল বৃষ্টিতে ভিজছে দেশের রাজধানী শহর দিল্লি। শনিবার রাত থেকে অবিরাম বৃষ্টির কারণে জল জমে গিয়েছে বিভিন্ন জায়গায়। তার মাঝে নয়া দিল্লি রেল স্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। জানা গিয়েছে, মৃত মহিলার নাম সাক্ষী আহুজা । তিনি পূর্ব দিল্লির প্রীত বিহারের বাসিন্দা। রবিবার সকাল সাড়ে ৫টা নাগাদ দুই মহিলা ও তিন শিশুর সঙ্গে তিনি রেলস্টেশনে পৌঁছন। স্টেশনে একটি বিদ্যুতের খুঁটিতে হাত দেওয়ার পর প্রচন্ড বৈদ্যুতিক শকের ফলে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে এদিন দুর্ঘটনাটি নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের এক নম্বর এগজিট গেটের কাছে ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। মৃত মহিলার বোন, মাধবী চোপড়া গাফিলতির অভিযোগ তুলে কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। যার ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ছবিতে দেখা গিয়েছে বৈদ্যুতিক খুঁটির নীচে খালি অবস্থায় পড়ে রয়েছে তার। যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।