দোলের দিন শহরে দুষ্কৃতীদের দৌরাত্ম্য! ‘মার দু কেয়া’, প্রকাশ্য রাস্তায় খোদ ডেপুটি মেয়রকে ‘হুমকি’। এখনও পর্যন্ত গ্রেফতার ২। চাঞ্চল্য শিলিগুড়িতে। সূত্রে খবর, শনিবার দোল উপলক্ষ্যে বাড়িতেই ছিলেন শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার। দেহরক্ষীদের ছুটি দিয়েছিলেন তিনি। এরপর বিকেলে যখন বাড়ি থেকে বের হন, তখন রাস্তায় দুই মদ্যপ যুবক ডেপুটি মেয়রের গাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। এমনকী, প্রাণনাশের হুমকি দেয়! শিলিগুড়ির ডেপুটি মেয়রের অভিযোগ, ‘আমার এক আত্মীয়া মারা গিয়েছেন। আমি খবর পাওয়ার পর, পৌনে চারটে নাগাদ বেরোয়। বিনায়ক হোটেলে সামনে যখন যাই, একদল যুবক গালি গায়ে..হাফ প্যান্ট পরে হাতে গ্লাস নিয়ে আমার গাড়ির উপরে মারতে থাকে। এই ছেলে দুটি আমার সামনে বলে মার দু কেয়া। আমি বলি, এসো আমার সামনে। আমাকে স্পর্শ কর’। মেয়র গৌতম দেব বলেন, ‘আমি যা খবর পেলাম, ২ জন যুবক গ্রেফতার করেছে। একজন বাঁকুড়ার অধিবাসী, একজন শিলিগুড়ির ৪ নম্বর ওয়ার্ডে থাকে। এই ধরণের ঘটনা শিলিগুড়িতে কমই ঘটে। ঘটা উচিত নয়। পুলিস ব্য়বস্থা নিচ্ছে’।
