দীর্ঘ জটিলতা কাটিয়ে ২৫ দিন পর বিধানসভায় শপথবাক্য পাঠ করলেন বাবুল সুপ্রিয়। তাঁকে শপথ গ্রহণ করিয়েছেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় । বালিগঞ্জের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেছেন বাবুল সুপ্রিয়। আজ বুধবার দুপুর ১ টার কিছু আগেই বাবুল সুপ্রিয়কে শপথগ্রহণ করান ডেপুটি স্পিকার। বাবুলের শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চে বিস্ফোরক বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় । সরাসরি রাজ্যপালের বিরুদ্ধেই বিভাজন সৃষ্টির অভিযোগ করলেন তিনি ৷ তাঁর অভিযোগ, স্পিকার এবং ডেপুটি স্পিকারের মধ্যে বিভাজন
তৈরি করার চেষ্টা করছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তবে, তাঁদের মধ্যে বিভাজন তৈরি করা যাবে না বলেও স্পষ্ট করে দেন আশিস বন্দ্যোপাধ্যায় ৷ তিনি এও বলেন, রাজভবন থেকে যতই চেষ্টা করুক, আমরা একই আছি ৷ নাম না করলেও রাজভবনের কথা উল্লেখ করেই রাজ্যপাল জগদীপ ধনকড়কে আক্রমণ শানালেন বিধানসভার ডেপুটি স্পিকার ৷ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বাবুল সুপ্রিয়কে শপথ বাক্য পাঠ করাতে অস্বীকার করলেও, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের অনুরোধকে তিনি ফেলতে পারেননি ৷ যেহেতু বাবুল সুপ্রিয়র শপথগ্রহণ সম্পন্ন না হলে বিধায়ক হিসেবে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারছিলেন না ৷ সেই কারণেই অধ্যক্ষের অনুরোধে নিজের দায়িত্ব পালন করলেন তিনি ৷