দেশ

উড়িষ্যায় লাইন চ্যুত মালগাড়ি

ভোর ৪ টে নাগাদ উড়িষ্যায় ব্রজরাজনগর টাউনের কাছে লাইন চ্যুত মালগাড়ি। দুর্ঘটনার জেরে ইঞ্জিন থেকে আলাদা হয়ে যায় মালগাড়ির বগি গুলি। মালগাড়িটির ৬০টি বগিতেই ভর্তি ছিল কয়লায়। এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ জানতে পারা যায়নি ৷ ঘটনাস্থলে রেলে কর্মীরা পৌঁছেছেন ৷