দেশ

‘রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প ২০১৬তে আর আয়ূষ্মান ভারত প্রকল্প চালু ২০১৮’, স্বাস্থ্য বিমা নিয়ে প্রধানমন্ত্রীকে তোপ ডেরেকের

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প চালু না করা নিয়ে লাগাতার পশ্চিমবঙ্গ সরকারকে নিশানা করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার আয়ূষ্মান ভারত প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীকে তোপ দাগলেন তৃণমূল সংসদ সদস্য ডেরেক ও’ব্রায়েন। আজ, শনিবার ট্যুইটে তিনি লেখেন, ‘নরেন্দ্র মোদিজী, আপনি কিছু লোককে বিনা খরচে চিকিৎসার সুযোগ করে দিয়েছেন। আর রাজ্যের ১০ কোটি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য বিমার আওতায় এনেছে পশ্চিমবঙ্গ সরকার। এই তালিকাটা দেখুন। তাহলেই পার্থক্যটা বুঝতে  পারবেন।’ এরপরই তিনি একটি তালিকাও প্রকাশ করেন। যেখানে আয়ূষ্মান ভারত ও স্বাস্থ্যসাথীর তুলনা টেনেছেন ডেরেক। একনজরে দেখে নিন ডেরেক ও’ব্রায়েনের দাবি –

১) স্বাস্থ্যসাথী প্রকল্প রাজ্যে চালু হয় ২০১৬ সালে। অন্যদিকে আয়ূষ্মান ভারত প্রকল্প চালু হয় ২০১৮ সালে।
২) স্বাস্থ্যসাথী প্রকল্পে রাজ্য সরকার খরচ করে ১০০ শতাংশ। আর আয়ূষ্মান ভারত প্রকল্পে কেন্দ্র দেয় ৬০ শতাংশ, বাকী ৪০ শতাংশ খরচ দেয় রাজ্য সরকার।
৩) স্বাস্থ্যসাথী প্রকল্পে পাওয়া যায় ৫ লাখ টাকার বিমা। আয়ূষ্মান ভারত প্রকল্পেও মেলে ৫ লাখ টাকার বিমা।
৪) স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পান রাজ্যের ১০০ শতাংশ মানুষ। আয়ূষ্মান ভারত পরিষেবা দেয় দেশের ৪০ শতাংশ মানুষকে।