আগেই শোনা গিয়েছিল, মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর শপথের জন্য মুম্বইয়ের আজাদ ময়দানে মঞ্চ বাঁধার কাজ শুরু হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার শপথ গ্রহণের দিনক্ষণ একতরফা ভাবে ঠিক করেও ফেলেছিল বিজেপি। অথচ মুখ্য়মন্ত্রী কে হবেন, তা নাকি তখনও ঠিক করে উঠতে পারেনি বিজেপি-শিবসেনা (শিন্ডে) শিবির। এদিকে, জ্বর ও গলায় সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি একনাথ শিন্ডে। ফলে, মহারাষ্ট্রের রাজনীতিতে শেষপর্যন্ত কী হতে চলেছে তা নিয়ে জল্পনা বাড়ছে। এদিকে, তখনই বাতাসে ভাসছিল দেবেন্দ্র ফড়নবীসের নামও। বিজেপি সূত্রে খবর ছিল, মুখ্যমন্ত্রী হতে পারেন দেবেন্দ্র ফড়নবীসও। শিন্ডে হয়তো উপমুখ্যমন্ত্রী হবেন। রাজনৈতিক মহলে জল্পনা, বিজেপি শিবির থেকে মুখ্যমন্ত্রী হলে ছেড়ে কথা বলার পাত্র নন শিন্ডে। ফলে মুখ্যমন্ত্রীর শপথ নিয়ে জোট-জটিলতার একটা আশঙ্কা থেকেই গিয়েছিল। বিজেপির কোর কমিটি বৈঠকে পরেই সিদ্ধান্ত নেওয়া হয়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। রাজনৈতিক মহলে আগে থেকেই কানাঘুষো চলছিল এই নিয়ে। এরই মাঝে অবশ্য শিবসেনার তরফ থেকে দাবি তোলা হয়েছিল যাতে একনাথ শিন্ডেকেই মুখ্যমন্ত্রী রাখা হয়। তবে সেই সব দাবি ধোপে টেকেনি। এহেনপরিস্থিতিতে বিজেপির কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন দেবেন্দ্র ফড়ণবীস। বার্তা সংস্থা পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর, বৃহস্পতিবর ফড়ণবীস শপথ নেবেন মুখ্যমন্ত্রী হিসেবে।