দুর্গা পুজোর আর বেশি দেরি নেই। তারপরেই কালিপুজো, ছটপুজো। এই মরশুমে রাজ্যের সমস্ত পুলিশ কর্মীদের বাড়তি সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি। মনোজ মালব্যের নির্দেশ, যাতে কোনও অপ্রীতিকর বা অশান্তির ঘটনা না ঘটে। সমস্ত ধরণের সতর্কতা নেওয়ার জন্য জেলার সমস্ত পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন ডিজি। জানা গিয়েছে, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের নিয়ে বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠক করেছেন মনোজ মালব্য। সেখানেই তিনি এই নির্দেশ দিয়েছেন। পুলিশ সুপারদের বলা হয়েছে নিজেদের অধীনে থাকা সমস্ত থানার সঙ্গে যোগাযোগ রাখার জন্য। ওসি এবং আইসিদের সঙ্গে নিয়মিত বৈঠক করারও নির্দেশ দেওয়া হয়েছে। ডিজির নির্দেশ, বড় কোনও ঘটনা ঘটলেই শীর্ষকর্তাদের যেন জানানো হয়। সেই সঙ্গে বাগুইআটি কাণ্ডে আরও গতি আনার নির্দেশ দিয়েছেন ডিজি।