দেশ

ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে ধনকড়

তিনদিনের দিল্লি সফরে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। জল্পনা বাড়িয়ে তিনদিনের এই সফর খুবই গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। এই তিনদিনের সফরে গতকালই কলকাতায় ফেরার কথা কিন্তু আচমকাই সফরসূচী বদলে, আজ কলকাতায় ফিরছেন ধনকড়। তার আগে জল্পনা উস্কে ফের একবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে গেলেন রাজ্যপাল। এদিন অমিত শাহের বাসভবনে সকাল ১১ টা থেকে দেখা করারা পাশাপাশি আলোচনা করছেন ধনকড়। গতকাল রাতেই স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে শাহের সঙ্গে দেখা করার আর্জি জানান ধনকড়। সেইমতোই আজ বেলা ১১ টায় শুরু হয়েছে সেই সাক্ষাত্‍পর্ব। এরপরেই দিল্লি থেকে সোজা কলকাতায় ফিরবেন তিনি। রাজ্যের সঙ্গে সংঘাতে গিয়ে গত বুধবার দিল্লি সফরে যান রাজ্যপাল। যাওয়ার আগে রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে মন্ত্রিসভার বৈঠক করা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন ধনকড়। তারপরে দিল্লি গিয়ে সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ প্যাটেলের সঙ্গে ভারতীয় জাদুঘর, কয়লা মন্ত্রীর সঙ্গেও কয়লা কেলেঙ্কারি ও জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন-এর সঙ্গে একান্ত সাক্ষাত্‍ সারেন তিনি। তার প্রত্যেক সাক্ষাতেই রাজ্যের প্রতি সমালোচনার সুর তোলেন। তারপরেই শাহের সঙ্গে দেখা করে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন রাজ্যপাল। আজ আবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এই বিশেষ বৈঠক নিয়ে উঠছে প্রশ্ন।