জেলা

টিকার উপর জিএসটি বসানোর দাবি তুললেন দিলীপ ঘোষ

এবার বিজেপি রাজ্য সভাপতির দাবি, সব জিনিসের উপরই যদি জিএসটি বসানো হয়, তাহলে করোনা টিকার উপর জিএসটি বসানো হবে না কেন?‌ এবার তাঁর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। শুক্রবার শ্রীরামপুর সাংগঠনিক জেলার বিজেপি কার্যালয়ে একটি বৈঠক করেন দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘‌সব জিনিসের উপরই যখন জিএসটি বসছে। তাহলে টিকায় জিএসটি বসবে না কেন?‌’‌ দিলীপের অভিযোগ, কেন্দ্র বিনামূল্যে টিকা দিলেও রাজ্যে কালোবাজারি চলছে। রাজ্যের কাছে টিকা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি করেছেন দিলীপ। ভোট পরবর্তী হিংসা নিয়ে দিলীপের গলায় শোনা গেছে উদ্বেগ। তাঁর কথায়, ‘‌এখনও আমাদের বহু কর্মী ঘরছাড়া। রাজ্যকে জানিয়েও কোনও লাভ হয়নি। থানায় গেলে বলছে ৫ বছর মার খেতে হবে।’‌