দিলীপ ঘোষকে দেওয়া হল মুকুলের ছেড়ে যাওয়া গদি অর্থাৎ জাতীয় সহ সভাপতির পদে
পর পর চার বিধায়ক এবং এক সাংসদ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। এর পরই বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে সরানো হল দিলীপ ঘোষকে। তাঁর পরিবর্তে এই দায়িত্ব সামলাবেন এখন ডা. সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু এখন বালুরঘাটের বিজেপি সাংসদ। আর খড়্গপুরের সাংসসদ দিলীপ ঘোষকে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি (রাষ্ট্রীয় উপাধ্যক্ষ) পদে নিয়োগ করল দল। সোমবার এই ঘোষণা করলেন বিজেপির সভাপতি জে পি নাড্ডা। অন্যদিকে দিলীপ ঘোষকে নিয়ে যাওয়া হল জাতীয় সহ সভাপতির পদে। সুকান্ত মজুমদার বলছেন, ‘দিলীপদা বাংলায় বিজেপির ভিত তৈরি করে দিয়ে গেছেন। দিলীপদার পরামর্শ কাজে লাগাব। বঙ্গ বিজেপিকে আরও শক্তিশালী করাই লক্ষ্য।’ আগামিকাল থেকেই সভাপতির দায়িত্ব নেবেন সুকান্ত মজুমদার। দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার তাদের নিজ নিজ দায়িত্ব পালন করে দলকে শক্তিশালী করবেন, টুইটে করে জানালেন শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপি সভাপতির বদলকে সময়োচিত সিদ্ধান্ত বলে মন্তব্য করলেন তথাগত রায়। রাজনৈতিক মহলের মতে, বঙ্গ বিজেপির ভাবমূর্তি বদলের চেষ্টা করছে কেন্দ্রীয় নেতৃত্ব। আর তাই দিলীপ ঘোষের বদলে উত্তরবঙ্গের সাংসদকে দলের সংগঠনের দায়িত্ব দেওয়া হল।