গত এক বছর ধরে টানাপড়েনের পর কৃষি আইন প্রত্যাহার করেছে কেন্দ্র । কিন্তু এতে কৃষকদেরই ক্ষতি বলে মনে করছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা বাংলায় বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, কৃষকদের স্বার্থেই কৃষি আইন আনা হয়েছিল । শোষণের হাত থেকে তাঁদের নিস্তার দিতে চেয়েছিল সরকার । যে দিন কৃষকরা বুঝবেন, যে দিন দেশ জাগবে, সে দিন আবার এই আইন আনা হবে । শনিবার সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন দিলীপ । কেন্দ্রীয় সিদ্ধান্ত নিয়ে মতামত জানতে চাইলে বলেন, ‘‘আমি এখনও বলছি, কৃষকদের স্বার্থেই ওই আইন এনেছিল সরকার ৷ প্রধানমন্ত্রী কৃষকদের বলেছেন যে, আমরা বোঝাতে পারিনি ৷ এটাও ঠিক যে যাঁরা আন্দোলনে বসেছিলেন, তাঁদের বেশিরভাগেরই জমি নেই ৷ ভাগচাষি ৷ না বসলে, যাঁদের জমি তাঁরা চাষ করতে দেবেন না ৷’’ আইনের সপক্ষে সওয়াল করে দিলীপ বলেন, ‘‘আগে এক একর ছবিতে ফসলের জন্য ভাগচাষিদের ১৫ হাজার টাকা দিতে হত, এখন দিতে হয় ৪৫ হাজার টাকা ৷ তাঁদের শোষণ করা হচ্ছে ৷ এই পরিস্থিতি থেকে মুক্তি দিতেই আইন এনেছিল সরকার ৷ কৃষকরা নিশ্চয়ই বুঝবেন পরে ৷ তখন ফের আইন আনা হবে ৷ সরকার কারও সঙ্গে সঙ্ঘাতে যেতে চায় না, তাই গত ১০০ দিনে কোনও বলপ্রয়োগ করা হয়নি ৷ কৃষকদের ফসলের ন্যায্য দাম দেওয়ার চেষ্টা করছে সরকার ৷ ছ’হাজার টাকার অনুদান দেওয়া হচ্ছে বছরে ৷ মান্ডি থেকে মুক্ত করে যেখানে ইচ্ছে ফসল বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল ৷ দেশ যখন জাগবে, ফের আইন আনা হবে ৷’’