কলকাতা

‘রামের ১৪ জন পূর্বপুরুষের নাম পেয়ে যাবেন আপনি, কিন্তু দুর্গার পাবেন?‌ জানি না দুর্গা কোথা থেকে এলো’, ফের বেলাগাম দিলীপ ঘোষ

বিতর্কিত মন্তব্য করে আবার দলের অস্বস্তি বাড়ালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একটি আলোচনাসভায় দিলীপ বলেছেন, ‘‌রামের ১৪ জন পূর্বপুরুষের নাম পেয়ে যাবেন আপনি। কিন্তু দুর্গার পাবেন?‌’‌ এই মন্তব্যের পরই আসরে নেমেছে রাজ্যের শাসকদল। তৃণমূল কংগ্রেসের দাবি, দেবী দুর্গার অপমান করেছেন দিলীপ।
বাংলায় বিধানসভা ভোট শুরু হতে আর বাকি হয়ত দু’‌মাস। এই পরিস্থিতিতে শুক্রবার একটি আলোচনাচক্রের আয়োজন করেছিল সর্বভারতীয় সংবাদমাধ্যম। এই অনুষ্ঠানে হাজির ছিলেন দিলীপ। রাজ্য বিজেপি সভাপতি শুরু থেকেই তৃণমূলের বিরুদ্ধে ছিলেন সরব। বলেন, ‘তৃণমূল এমন একটি দল। যাদের কোনও মাথামুণ্ডু নেই। দলের কোনও আদর্শ নেই। এমন দল যে ধর্মের জায়গায় গিয়ে রাজনীতির কথা বলে। রাজনীতির জায়গায় ধর্ম–জাতপাত নিয়ে কথাবার্তা বলে। আমরা সেরকম করি না। আমরা একেবারে খোলাখুলি রাজনীতি করি। ভগবান রাম রাজা ছিলেন। কেউ তাঁকে অবতার বলে বিশ্বাস করেন। তাঁর ১৪ জন পূর্বপুরুষের নামও পেয়ে যাবেন আপনি। দুর্গার পাওয়া যাবে কি?’‌ এই আলোচনাচক্রে ছিলেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও। এই মন্তব্যের জন্য দিলীপ এবং বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। দাবি করেন, বহু ভাবনা নিয়ে গড়ে উঠেছে ভারত। বিভিন্ন রাজ্যে রামের আরাধনা করা হলেও বাংলায় দেবী দুর্গাকে রক্ষক হিসেবে দেখা হয়। বাংলায় দেবী দুর্গার পুজো করা হয়। দেবী দুর্গা তো হিন্দুত্বেরও ভাবনা, শুধু বাংলার ভাবনা নয়। গেরুয়া শিবির দেশের ইতিহাস পাল্টে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন কাকলি।
বিজেপি সাংসদের এই মন্তব্যের পর টুইটারে সরব হয়েছে তৃণমূল।