জেলা

মমতাদিদি-র কাছে ক্ষমা চেয়ে তৃণমূলে ফিরতে খোলা চিঠি দীপেন্দু বিশ্বাসের

নারদকাণ্ডে ফিরহাদ হাকিম সহ চার নেতা-মন্ত্রীর গ্রেফতারের ঘটনার প্রতিবাদ করে আগেই বিজেপি ছেড়েছেন দীপেন্দু বিশ্বাস । এবার পুরানো দলে ফিরতে চেয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে খোলা চিঠি দিলেন বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক । নির্বাচনের আগে আবেগের বশবর্তী হয়েই বিজেপিতে গিয়েছিলেন তিনি ৷ একথা জানিয়ে তৃণমূল নেত্রীর কাছে ক্ষমাও চেয়েছেন তিনি । একুশের বিধানসভা ভোটে টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক । দলবদলের সময়ে পুরানো দলের বিরুদ্ধে উগরে দিয়েছিলেন একরাশ ক্ষোভ । তবে পদ্ম শিবিরে যোগ দিয়েও আশা পূরণ হয়নি ময়দান কাঁপানো ফুটবলারের। পদ্ম শিবিরেও মেলেনি বিধানসভায় প্রার্থী হওয়ার টিকিট ৷ সান্ত্বনা পুরস্কার হিসেবে অবশ্য বিজেপির রাজ্য কমিটির স্থায়ী সদস্যপদ জুটেছিল । তবে বিধানসভা নির্বাচনে হারার পর বিজেপির সঙ্গে ক্রমেই দূরত্ব বাড়ছিল দীপেন্দুর । ১৭ মে নারদকাণ্ডে ফিরহাদ হাকিমদের গ্রেফতারের পরেই সিবিআইয়ের ভূমিকার সমালোচনা করে বিজেপির সমস্ত পদ থেকে ইস্তফা দেন দীপেন্দু বিশ্বাস।