কলকাতা

রাজ্যপালের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ অপসারিত উপাচার্য

রাজ্য-রাজভবন সংঘাতে নয়া মোড়। নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুহৃতা পালের। এরপরেই তাঁকে উপাচার্য পদ থেকে সরিয়ে দেন রাজ্যপাল। আইনি পথে হাঁটবেন আশঙ্কা করাই হয়েছিল। এবার রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন সদ্য অপসারিত উপাচার্য সুহৃতা পাল।হাইকোর্টে এই মামলায় রাজভবন, স্বাস্থ্যসচিব, বিশেষ সচিব (স্বাস্থ্য), বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার জেনারেলকে পক্ষ করেছেন তিনি। আগামী সোমবার শুনানির সম্ভাবনা রয়েছে বলেই সূত্রের খবর। অভিযোগ, ইউজিসি-এর নির্দেশিকা মেনে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ হয়নি। রাজভবনের বক্তব্য, সার্চ কমিটিতে ইউজিসি-এর কোন প্রতিনিধি ছিলনা।ফলে এই নিয়েই প্রশ্ন তোলেন রাজ্যপাল। তাই উপাচার্য এখনও পদে বহাল রয়েছেন ৭২ ঘণ্টার মধ্যে জবাব চেয়েছিলেন রাজ্যপাল। উপাচার্যের জবাবে সন্তুষ্ট না হয়ে উপাচার্যকে সরানোর কথা জানিয়ে দেন স্বাস্থ্যসচিবকে। এবার এই ঘটনার জল গড়াল হাইকোর্ট অবধি।