কলকাতা

হাইকোর্টের নির্দেশ অমান্য করে সেন্ট্রাল গেটে তালা ঝুলিয়ে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ, আদালতের দ্বারস্থ পডুয়ারা

আদালতের নির্দেশ অমান্য করে বিশ্বভারতী কর্তৃপক্ষ সেন্ট্রাল গেটে তালা ঝুলিয়ে দিল। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, উপাচার্য বিদ্যুত্‍ চক্রবর্তী সোমবার কাজে যোগাদান করেছিলেন। তিনি নির্দেশ দেন বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল গেট তালা-চাবি দিয়ে বন্ধ করে রাখতে। মঙ্গলবার সকালে এলাকার মানুষ দেখেন গেটে তালা ঝুলছে। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে বেশ সমস্যা পড়েন সাধারণ মানুষ থেকে পড়ুয়ারা। হাইকোর্টের নির্দেশ অনুসারে, আজ মঙ্গলবার থেকে পঠন-পাঠন শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয়নি। কর্তৃপক্ষর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে মামলা করেছেন পড়ুয়ারা।

প্রসঙ্গত, তিন পডুয়াকে বহিষ্কারের প্রতিবাদে সম্প্রতি তপ্ত হয়ে ওঠে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন। সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে পড়ুয়ারা আন্দোলন শুরু করেন। অন্যদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তিন ছাত্রের বহিষ্কারের দাবিতে অনড় থাকে। মামলা গড়ায় হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থ্রা বিশ্ববিদ্যালয়ের বহিষ্কারের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করে। পাশাপাশি হাইকোর্ট সাফ জানিয়ে দেয়, কোনও অবস্থাতেই বিশ্ববিদ্যালয়ের কোনও গেটেই তালা-চাবি দিয়ে বন্ধ করে রাখা যাবে না। বিশেষ করে যে সব গেট সাধারণ মানুষ ব্যবহার করে। কিন্তু আদালতের নির্দেশকে পাত্তা না দিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ সেন্ট্রাল গেটে তালা ঝুলিয়ে দেয়।