দেশ ভাইরাল

পেটে ব্যথা নিয়ে হাসপাতালে বৃদ্ধ, চিকিৎসকেরা অস্ত্রোপচারের পর মলদ্বার থেকে বেরল ১৬ ইঞ্চির লাউ!

পেট থেকে ছুরি, কাঁচি, সূচ বা পেরেক পাওয়ার মতো ঘটনা আগেও ঘটেছে। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে এসব বের করেছেন রোগীর বিভিন্ন অঙ্গ থেকে। আর এসব খবর দেখে হতবাক হয়েছেন সকলে। এবার কোনও ছুরি-কাঁচি নয়। অস্ত্রোপচার করে বেরল ১৬ ইঞ্চির লাউ। আর এজন্য সংবাদ শিরোনামে জায়গা করে নিলেন ৬০ বছরের এক কৃষক। জানা গিয়েছে, গত শনিবার মধ্যপ্রদেশের ছাতারপুরে ৬০ বছরের এক কৃষকের মলদ্বার থেকে এই লাউ মিলেছে। চারজন ডাক্তারের দল ২ ঘণ্টা ধরে এই জটিল অস্ত্রোপচার করেছেন। তারপর বৃদ্ধের রেকটাম থেকে ১৬ ইঞ্চির লাউ বের করে আনা হয়েছে। জানা গিয়েছে, শনিবার বিকেলে অসম্ভব পেটে ব্যথা শুরু হয় ৬০ বছর বয়সী সেই বৃদ্ধের। তারপরই পরিবারের সদস্যরা তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যান। এক্স-রে করা হয়। তাতে শরীরের ভিতর কোনও একটি বস্তুর উপস্থিতি লক্ষ করেন ডাক্তাররা। আর সেই বস্তু আর কিছুই নয়। ১৬ ইঞ্চির একটি লাউ। এইসব প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চারজন ডাক্তারের একটি দল অস্ত্রোপচার করে সেই লাউ বের করে আনার সিদ্ধান্ত নেন। প্রায় ২ ঘণ্টা ধরে জটিল অস্ত্রোপচারের পর বৃদ্ধের মলদ্বার থেকে লাউ বের করা হয়। বর্তমানে সেই রোগী ভালো আছেন বলেও জানা গিয়েছে। এদিকে কী ভাবে এই লাউ কৃষকের মলদ্বারে গিয়ে পৌঁছল, তা এখনও স্পষ্ট নয় চিকিৎসকদের কাছে। তবে ঘটনার কারণ জানতে পরীক্ষা-নিরীক্ষা চলছে।