কলকাতা

বাংলার করোনা যোদ্ধাদের জন্য দ্রুত বুস্টার ডোজ চেয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের

বাংলার স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন করোনা যোদ্ধাদের জন্য যত দ্রুত সম্ভব বুস্টার ডোজের ব্যবস্থা করা হোক ৷ শনিবার পশ্চিমবঙ্গের চিকিৎসকদের পক্ষ থেকে এমনটাই দাবি জানানো হয়েছে ৷ এদিন এই ইস্যুতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে একটি চিঠি পাঠান বাংলার চিকিৎসকরা ৷ দুই পৃষ্ঠার ওই চিঠিতে ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম ( ডাব্লিউবিডিএফ)-এর তরফে বলা হয়েছে, কোভিড টিকার কার্যকারিতা বাড়াতে বুস্টার ডোজ আবশ্যিক ৷ সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় এমন তথ্যই হাতে এসেছে ৷ তাই করোনা যোদ্ধাদের দ্রুত বুস্টার ডোজ দেওয়া দরকার ৷ এই প্রসঙ্গে চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে লেখা চিঠিতে বলা হয়েছে এটি পরীক্ষিত যে  টিকার কার্যকারিতা সময়ের সঙ্গে সঙ্গে কমে যায়। সেই কারণে স্বাস্থ্য চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্তদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পাশাপাশি পরীক্ষা করে দেখা গেছে, বুস্টার ডোজ টিকার কার্যকারিতা অনেকদিন পর্যন্ত বজায় রাখে। তাই কোভিড মোকাবিলায় বুস্টার ডোজ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।  চিকিৎসক সংগঠনটি জানিয়েছে বর্তমানে গোটা দেশেই করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমের দিকে। তাই এটাই স্বাস্থ্যকর্মী ও ফ্রন্ট লাইন করোনা যোদ্ধাদের এটাই বুস্টার শট দেওয়ার উপযুক্ত সময়। দ্রুততার সঙ্গে স্বাস্থ্যকর্মীদের বুস্টার শট দেওয়া জরুরি বলেও আবেদন জানিয়েছেন সংগঠন। বাড়ি বা  কর্মস্থানের কাছে টিকা দেওয়া যেতে পারে বলেও বলা হয়েছে চিঠিতে।  মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটসহ বেশ কয়েকটি দেশে ইতিমধ্যেই করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়ার কাজ শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বলেছে যে স্বাস্থ্য সেবা ও ফ্রন্টলাইন কর্মীদের মধ্যে সময়ের সঙ্গে সঙ্গে টিকার কার্যকারিতা কমে যায়। তাই বুস্টার শটের প্রয়োজন রয়েছে।

প্রতীকী ছবি।