দেশ

ত্রিপুরায় চিকিৎসকের বাড়িতে চলল হামলা, অভিযোগ বিজেপির মন্ত্রীর বিরুদ্ধে

ত্রিপুরায় চিকিৎসকের বাড়িতে চলল হামলা। অভিযোগ বিজেপির মন্ত্রীর নেতৃত্বে চলে হামলা। তৃণমূল নেতা সুবল ভৌমিকের কথায়, যুব তৃণমূলের নেত্রী সায়নী ঘোষ ত্রিপুরায় আসার পর ওই চিকিৎসকের ভাইয়ের ছেলে দেখা করেন। সেই জন্যই বিশিষ্ট চিকিৎসক ডা. বিকাশ রায়ের পৈতৃক ভিটেতে হামলা চালায় বিজেপি। বিজেপির ২০ থেকে ২৫ জন মোহনপুরে অবস্থিত ডা. বিকাশ রায়ের পৈতৃক ভিটেতে হামলা চালায়। বাড়িটিতে ব্যাপক ভাঙচুর করা হয়। ডা. বিকাশ রায়ের ছোট ভাই এবং তাঁর স্ত্রীকে হেনস্থা করা হয়। সায়নীর সঙ্গে দেখা করার জন্যই এই হামলা চলে। মোহনপুরে ডা. বিকাশ রায়ের ভাইয়ের ওষুধের দোকান বন্ধ করে চাবি নিয়ে নেওয়া হয়। চাবি নিতে হলে ত্রিপুরার মন্ত্রী তথা বিজেপি নেতা রতনলাল নাথের কাছে যেতে হবে। পশ্চিমবঙ্গ থেকে কেউ গেলে তালিবানি কায়দায় হামলা করতে বলা হয়েছে বিজেপির পক্ষ থেকে।