এইচ-১বি সহ বিভিন্ন ওয়ার্কিং এবং অভিবাসন সংক্রান্ত ভিসার উপর স্থগিতাদেশের মেয়াদ বাড়ালেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩১ মার্চ পর্যন্ত তা বহাল থাকবে। বৃহস্পতিবারই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে ট্রাম্প সরকার। নয়া এই নির্দেশের ফলে সমস্যায় পড়লেন বহু ভারতীয় তথ্য-প্রযুক্তি কর্মী। সার্বিকভাবে এই সিদ্ধান্তে ভিনদেশি কর্মীদের পাশাপাশি, বিপাকে পড়তে পারে মার্কিন মুলুকে তাঁদের নিয়োগকারী সংস্থাও। ট্রাম্প সরকার জানিয়েছে, করোনা ঠেকাতে দীর্ঘ লকডাউন চলেছে। তার জেরে কাজ হারিয়েছেন বহু মার্কিন নাগরিক। বেশ কয়েকমাস কাটলেও পরিস্থিতির বিশেষ কোনও পরিবর্তন হয়নি। এই অবস্থায় দেশীয় কর্মীদের কাজের সুযোগ করে দিতে ফের ওয়ার্কিং ও অভিবাসন সংক্রান্ত ভিসা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে দু’দফায় অস্থায়ী ভিসার উপর বিধিনিষেধ আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। গত বছর ২২ এপ্রিল ও ২২ জুন। সেই নিষেধাজ্ঞার মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। মাঝে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে গিয়েছেন ট্রাম্প। সব ঠিকঠাক চললে আগামী ২০ জানুয়ারি দুপুরের মধ্যে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। তার আগেই ট্রাম্প আবার ওয়ার্কিং এবং অভিবাসন সংক্রান্ত ভিসা স্থগিতাদেশের মেয়াদ বাড়াবেন কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। আশঙ্কাকে সত্যি করে মেয়াদ শেষ হওয়ার কয়েকঘণ্টা আগে ভিসার উপর স্থগিতাদেশের সময়সীমা আরও তিনমাস বাড়িয়ে দিলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, করোনার ফলে আমেরিকায় কাজের বাজারে ব্যাপক ক্ষতি হয়েছে। টান পড়েছে আমজনতার রুটি-রুজিতে।