বিদেশ

৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প

অবশেষে সমস্ত বিতর্ককে পিছনে ফেলে সোমবার আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প ৷ শপথ নেওয়ার পর বললেন, “এখন থেকে আমেরিকার সোনালি যুগের সূচনা হল ৷” শপথগ্রহণের উদ্বোধনী ভাষণে আগামী ৪ বছর আমেরিকার রূপরেখা ঠিক কী হতে চলেছে, তা তুলে ধরেন ৭৮ বছর বয়সি ট্রাম্প ৷ দেশের ইতিহাসে ২০ জানুয়ারিকে ‘স্বাধীনতা দিবস’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আমেরিকার স্বর্ণযুগ এবার শুরু হল ৷ বিশ্বের দরবারে উন্নতির শিখরে পৌঁছতে চলেছে আমেরিকা ৷ খুব শীঘ্রই পরিবর্তন ঘটবে ৷ সারা বিশ্বে আমেরিকা ফের সমাদৃত হবে ৷” তিনি আরও বলেন, “কারও কাছে আর মাথানত করবে না আমেরিকা ৷ অযথা আর কেউ আমাদের ব্যবহার করার সুযোগ পাবে না ৷ এবার সকলে আমাদের উন্নতিতে হিংসা করবে ৷ দেশ তথা দেশবাসীর স্বার্থরক্ষাই হবে আমাদের প্রথম অগ্রাধিকার ৷” শপথের প্রথা মেনে সোমবার ক্যাপিটল হিলের রোটুন্ডায় উপস্থিত ছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টরা ৷ উপস্থিত ছিলেন জো বাইডেন, বিল ক্লিনটন, বরাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ৷ উপস্থিত ছিলেন প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট তথা ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও প্রাক্তন প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টন ৷ সকলকে ধন্যবাদ জানিয়ে উদ্বোধনী ভাষণ শুরু করেন ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ দ্বিতীয়বার হোয়াইট হাউসে এক অন্য মেজাজে ফিরেছেন ট্রাম্প ৷ শপথগ্রহণের আগে স্পষ্ট জানিয়েছিলেন, ওভাল অফিসের দায়িত্ব নেওয়ার পর ‘প্রায় ১০০ ‘ নির্বাহী আদেশে সই করবেন তিনি ৷ তালিকায় রয়েছে শুল্ক, অভিবাসন এবং শক্তি-সহ একাধিক গুরুত্বপূর্ণ মার্কিন নীতি ৷ সোমবার উদ্বোধনী ভাষণে তাঁর সেই পরিকল্পনা আরও স্পষ্ট হয়ে ওঠে ৷ তিনি জানান, দেশবাসীর স্বার্থ রক্ষার্থে বেআইনি অভিবাসন এড়াতে দক্ষিণ সীমান্তে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করবেন ৷ এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেস এক্স-এর কর্ণধার ইলন মাস্ক ৷ এক্স হ্যান্ডেলে অনুষ্ঠানের 7 সেকেন্ডের একটি ভিডিয়ো প্রকাশ করেন তিনি ৷ ক্যাপশনে লেখা, “মঙ্গলে পাড়ি দিল আমেরিকা ৷” উল্লেখ্য, এবারের মার্কিন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে মাস্ককে ৷ নির্বাচনী প্রচারে ট্রাম্পের ‘ছায়াসঙ্গী’ ছিলেন তিনি ৷ পরিবর্তে, প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর মার্কিন প্রশাসনের শীর্ষ পদে মাস্ককে বসিয়েছেন ট্রাম্প ৷ শপথগ্রহণ অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী তথা আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও তাঁর স্বামী জ্যারেড কুশনর, জেফ বেজোস এবং টিম কুক ৷