পুজো সম্পাদকীয়

যেও না নবমী নিশি

নিবেদিতা শেঠঃ ঢাকের বোলে আর ধুনুচি নাচের তালে নবমীর শেষ লগ্নে উৎসব মুখর মানুষ।আরেকটু থাকো নবমী তুমি।। ভালো মুহর্ত ক্ষনিকের হয়। পুজো আসছে আসছেই ভালো লাগে। এসে গেলেই যাওয়ার পালা চলে আসে। মহানবীর রাতে একদিকে যেমন শেষ দিনে মণ্ডপ হোপিং-এর হিড়িক উৎসব প্রিয় মানুষের তেমনি বিষাদের সুর। রাতটা কাটলেই ঠাকুর আছে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন। ষষ্ঠীতে বোধন, সপ্তমীতে নবপত্রিকা স্নান, অষ্টমীতে অঞ্জলি, সন্ধিপুজো, নবমী পুজো শেষ হয়ে মাকে বিদায় দেওয়ার পালা দশমীতে। উৎসবের আনন্দে মেতে ওঠা বাঙালির মন যেন কিছুতেই চায় না নবমী নিশি শেষ হোক। সারা বছরের অপেক্ষা শেষে উৎসবের অমোঘ আনন্দে যখন রাজ্যবাসী মসগুল তখনই নবমীর রাত যেন মনে করিয়ে দেয় আর বেশি দেরি নেই বিসর্জনের। চোখের জলে প্রতিমাকে বিদায় দেওয়ার পালা আসন্ন। তাই আবারও ‘যেও না নবমী নিশি’।