পুরশুড়ার সভা থেকে দলত্যাগীদের কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানালেন, যাঁরা দল থেকে বেরিয়ে গিয়েছেন, তাঁরা আর কোনওভাবেই তৃণমূলে ফিরতে পারবেন না। কটাক্ষ করে বলেন, দুর্নীতি ঢাকতেই অনেকে বিজেপিতে যাচ্ছে। সোমবার দুপুরে হাওড়ার পুরশুড়ায় সভায় যোগ দেন মমতা। সেখান থেকে দলত্যাগী নেতাদের তুলোধনা করেন তিনি। নিশানা করেন বিজেপিকে। দলবদলের হিড়িক প্রসঙ্গে মমতা বলেন, ‘বিজেপি ওয়াশিং মেশিন। অনেক নেতাই টাকা করেছেন। কালো টাকা। সেই টাকা ঢাকতে তাঁরা ওয়াশিং মেশিন বিজেপিতে চলে যাচ্ছে। তাতে দলের কোনও ক্ষতি নেই। অনেকেই আবার টিকিট পাবেন না জেনে গিয়েছেন।’ পাশাপাশি হুঙ্কার ছেড়ে তৃণমূল সুপ্রিমো বললেন, ‘এতদিন দলে থেকে অনেকেই অনেক কথা বলছেন। দল যথাযথ ব্যবস্থা নেবে। দলবিরোধী কাজ কোনওভাবেই বরদাস্ত করা হবে না।’ এরপরই সাফ জানান, দলত্যাগীদের দলে ফেরার রাস্তা সম্পূর্ণ বন্ধ। বললেন, ‘অত্যন্ত ভাবনাচিন্তা করেই নতুন সদস্যদের নেওয়া হবে দলে।’ভিক্টোরিয়ায় স্লোগান বিতর্ক নিয়েও এদিন মুখ খোলেন মমতা। বলেন, ‘আপনারা কি ঘরে ডেকে বেরিয়ে যেতে বলবেন। আমি নেতাজির অনুষ্ঠানে গেলাম। এত বড় সাহস, ধর্মান্ধ আমায় টিজ করছে প্রধানমন্ত্রীর সামনে। আমায় ওরা চেনে না। আমায় বন্দুক দেখালে আমি বন্দুকের সিন্দুক দেখাবো। তুমি নেতাজি নেতাজি করলে আমি স্যালুট করতাম। কিন্তু যারা এগুলে করেছে তারা বাংলা, নেতাজিকে অপমান করেছে। তার আগে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছ। রবীন্দ্রনাথ ঠাকুর, দলিতদের অপমান করেছে।’ এদিনের সভা থেকে বিজেপিকে তুলোধনা করে মমতা বলেন, ‘আমি আপনাদের পাহারদার, আমি একজন কর্মী হিসেবে থাকতে ভালবাসি। আমি জনগণের সেবক। বিজেপি দাঙ্গাবাজ, ভুয়ো খবর রটায়। ফেক ভিডিও বানায়, ফেক হোয়াটসঅ্যাপ গ্রুপ বানায়। ওদের বিশ্বাস করবেন না। আমি জেলে থাকতে রাজি, বিজেপির ঘরে থাকতে রাজি নয়। বিজেপির কাছে মাথা নত করব না, তার চেয়ে নিজের গলা নিজে কেটে দেব।’