উত্তরবঙ্গের রাস্তায় ফের গড়াবে দোতলা বাসের চাকা।রাজ্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের (এনবিএসটিসি) যে বাড়িগুলি ব্যবহার না হয়ে শুধু শুধু পড়ে আছে, সেই বাড়িগুলি বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হবে। আয় বাড়াতে এই উদ্যোগ। আবার তৈরি করা হবে নিগমের নিজস্ব ফুটবল দল। নিগমের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই পরিকল্পনা করেছেন পার্থপ্রতিম রায়। পরিকল্পনাকে বাস্তবায়িত করতে ইতিমধ্যেই সচেষ্ট হয়েছেন তিনি। পার্থপ্রতিম বলেন, ‘একটা সময় কোচবিহার সোনাপুর রোডে চলত ডাবল ডেকার বা দোতলা বাস। যদিও সেটা অনেক আগের কথা। এই বাসকে ফের ফিরিয়ে নিয়ে আসার জন্য ভাবনাচিন্তা চলছে। পরীক্ষামূলকভাবে প্রথমদিকে সাপ্তাহিক এবং পরে চাহিদা বাড়লে দিন ও বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।’
একদিকে যেমন ঐতিহ্যপূর্ণ দোতলা বাসের চাকাকে ফের রাস্তায় গড়ানোর জন্য উদ্যোগী হয়েছেন, তেমনি দপ্তরের আয় বাড়াতে পড়ে থাকা নিগমের বিভিন্ন বাড়িগুলি বাণিজ্যিকভাবে ভাড়া দিয়ে নিগমের আয় বাড়াতেও উদ্যোগী হয়েছেন নবনিযুক্ত চেয়ারম্যান। তাঁর কথায়, ‘শিলিগুড়ি, কোচবিহার এমনকী কলকাতাতেও এনবিএসটিসি-র ফাঁকা জায়গা এবং বাড়ি পড়ে আছে। এই জায়গাগুলি বাণিজ্যিকভাবে ভাড়া দিয়ে আমরা আয় বাড়ানোর বিষয়ে ভাবনাচিন্তা করছি।’ এর পাশাপাশি আরেকটি যে উদ্যোগ তিনি নিতে চলেছেন সেটি হল এনবিএসটিসির নিজস্ব ফুটবল দল তৈরি করা। পার্থপ্রতিম নিজে ক্রীড়াপ্রেমী হিসেবেই পরিচিত। সেই হিসেবেই নিগমের ফুটবল দলকে ফের গড়ে তুলতে চান তিনি।