কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রতিশ্রুতি মেনে কৃষক বন্ধু প্রকল্পে ভাতা বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই মন্ত্রিসভার বৈঠকে সেই প্রস্তাব পাশ হয়। আর আজ আনুষ্ঠানিক ভাবে সূচনা হল এই প্রকল্পের। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবার থেকে বছরে দু’বার ‘কৃষকবন্ধু’ প্রকল্পে পাঁচ হাজার করে মোট দশহাজার টাকা করে পাবেন কৃষকেরা। আগে এটা পাঁচ হাজার টাকা করেছিল বছরে। আজই বিভিন্ন জেলায় জেলাশাসকদের অফিসে কৃষকদের হাতে এই চেক তুলে দেওয়া হয়েছে। তিনি অভিযোগ জানিয়েছেন, কেন্দ্রের প্রকল্পে অনেক কৃষক টাকা পাচ্ছেন না। এদিন বাড়তি ক্ষেতমজুর ও বর্গাদারদের আগে বছরে ন্যূনতম দু’হাজার টাকা করে যেটা দেওয়া হত। সেই ভাতাও বাড়িয়ে এবার থেকে ৪ হাজার টাকা করার কথা ঘোষণা করেছেন মমতা। এরই সঙ্গে কেন্দ্রের প্রতি আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘দিল্লি সীমান্তে গত ৬ মাসের বেশি সময় ধরে আন্দোলন চলছে, তাও কেন্দ্রের সে বিষয়ে কোনও ভ্রূক্ষেপই নেই। কেন্দ্রের কৃষক প্রকল্পে টাকা পান না চাষিরা। বাংলাই ব্যতিক্রম। এখানে কৃষকদের আয় তিনগুণ বেড়েছে। ‘কৃষকবন্ধু’ প্রকল্পে ভাতা বৃদ্ধিতে রাজ্যের অন্তত ৬০ লক্ষ চাষি উপকৃত হবেন। শুধু চাষিরাই নন, অন্তত ৬২ লক্ষ ক্ষেতমজুর ও বর্গাদার এই প্রকল্পে উপকৃত হবেন।’ তিনি জানিয়েছেন, ‘রাজ্যের কৃষক প্রকল্পের আওতায় আসতে গেলে জমির নথি দেখাতে হত চাষিদের। এখন আর জমির নথি দেখানোর প্রয়োজন পড়ে না। হলফনামা পেশ করলেই হয়।’ তিনি এদিন এও জানিয়েছেন, এখানে কৃষকেরা মারা গেলে এককালীন টাকা দেওয়া হয়, কৃষকদের বার্ধক্য পেনশন ১০০০ টাকা করা হয়েছে।