ডিআরডিও-র তৈরি করোনা ওষুধ সুরক্ষিত। পাশাপাশি এই ওষুধে সুস্থতার হারও অনেক বেশি। INMAS-র বিশেষজ্ঞ কমিটির তরফে এমনই দাবি করা হয়েছে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন অর্থাত্ ডিআরডিও-র ওষুধ নিয়ে এমনই আশ্বাস শোনার পর থেকে আশার আলো দেখতে শুরু করেছেন অনেকেI INMAS-এর বৈজ্ঞানিক বিশেষজ্ঞ সুধীর চন্দনা জানান, ডিআরডিও-র এই ওষুধ ১১০ জনের উপর প্রয়োগ করা হয়েছে এবং ভাল ফল মিলেছেI প্রথম দফার পর পরবর্তীতে ফের ২২০ জনের উপর প্রয়োগ করা হয় এই ওষুধI প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, সবকটি ট্রায়ালেই এই ওষুধের প্রয়োগে ভাল ফল মিলতে শুরু করেI সংকটজন করোনা রোগীর চিকিৎসায় আসছে এই নতুন ওষুধ। ডক্টর রেড্ডি ও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে তৈরি ওষুধটির নাম টু ডিজি বা টু ডিঅক্সি ডি গ্লুকোজ। ইতিমধ্যেই ক্লিনিক্যাল ট্রায়ালের পরে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া এই ওষুধটিকে ছাড়পত্র দিয়েছে। যার জেরে এবার ডিআরডিও-র এই ওষুধ নিয়ে আশার আলো জাগছে বৈজ্ঞানিক মহলেI এই ওষুধ প্যাকেট পাউডার আকারে মিলবে। খেতে হবে জলে গুলে। প্রতি প্যাকেটের দাম ৫০০-৬০০ টাকা।জলে গুলে খেতে হবে এই ওষুধ।