উত্তরাখণ্ডে হিমাবহ বিপর্যয়ের জেরে ভুগছেন রাজধানীর মানুষও। দিল্লির একাংশে চলছে জল সঙ্কট। উত্তর-পূর্ব দিল্লিতে জল সরবরাহ আপাতত বন্ধ রাখা হয়েছে। যার জেরে ওই এলাকার প্রায় লক্ষাধিক মানুষ বিপাকে পড়েছেন। দিল্লি জল বোর্ডের ভাইস-চেয়ারপার্সন তথা আপ নেতা রাঘব চাড্ডাও সঙ্কটের কথা স্বীকার করে নিয়েছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘উত্তরাখণ্ড থেকে আসা কর্দমাক্ত ও নোংরা জলের কারণে রাজধানীর দু’টি জল সরবরাহ কেন্দ্র পুরোপুরি কাজ করতে পারছে না। আশা করছি, বাসিন্দারা বিচক্ষণতার সঙ্গে জলের ব্যবহার করবেন।’ মূলত দিল্লিতে জলের প্রধান উৎস হল গঙ্গা ও যমুনা। এছাড়া ৫৩০ কিলোমিটার দূরে উত্তরাখণ্ডের ঋষিগঙ্গার জলও উত্তর-পূর্ব দিল্লির একটি বড় অংশে সরবরাহ হয়। গত ৭ ফেব্রুয়ারি হিমবাহ ধসের কারণে উত্তরাখণ্ডের চামোলি জেলা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এক সপ্তাহের বেশি পার হয়ে গেলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। এখনও উপনদীগুলি দিয়ে যে জল আসছে, তা অত্যন্ত নোংরা এবং কর্দমাক্ত। ফলে ওই জল শোধন করে সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলে দিল্লির জল বোর্ড জানিয়েছে।