দেশ

জম্মু এয়ার বেসের কাছে ড্রোন বিস্ফোরণ, জখম বায়ুসেনার ২ জন অফিসার

ভোররাতে বিস্ফোরণের শব্দ কানে এল বিমাবন্দরের ভিতর থেকে। গভীর রাত নাগাদ জম্মু এয়ার বেসের টেকনিক্যাল অংশ থেকে পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনায় আহত হয়েছেন বায়ুসেনার ২ জন মার্শাল। বিস্ফোরণের শব্দ শোনার সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ড্রোন ব্যবহার করে বিস্ফোরক আনা হয়েছিল। তবে বিস্ফোরণের ঘটনার পিছনে কে বা কারা জড়িত, তা এখনও জানা যায়নি। রবিবার সকাল সাতটা নাগাদ জম্মু বিমানবন্দরের সাতওয়াড়ি এয়ারফোর্স স্টেশনের টেকনিক্যাল স্পেস থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে এক কিলোমিটার দূর থেকেও সেই শব্দ শোনা যায়। এক পুলিশ আধিকারিক জানান, ফরেনসিক বিশেষজ্ঞ ও বম্ব ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছেছে। তাঁরা বর্তমানে গোটা বিমানবন্দরে তল্লাশি চালাচ্ছে। ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা।