কলকাতা

আগামী শুক্রবার থেকে পরীক্ষামূলক ভাবে চালু হচ্ছে ‘দুয়ারে রেশন’ প্রকল্প

নির্বাচনী ইশতেহারে ‘দুয়ারে রেশন’ প্রকল্প শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ করোনা অতিমারির সময়ে দেরী না করে দ্রুত এই প্রকল্প শুরু করে দিতে চাইছে রাজ্য সরকার৷ রাজ্য সরকার আগামী শুক্রবার থেকে পরীক্ষামূলক ভাবে ‘দুয়ারে রেশন’ প্রকল্প শুরু করছে। কোভিড বিধি মেনে বাড়ি বাড়ি রেশনের খাদ্যশস্য  পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ খাদ্য দফতর সূত্রে জানা গেছে, আপাতত প্রতিটি জেলায় একটি করে রেশন দোকানের মাধ্যমে এই পরিষেবা শুরু করা হবে৷ তবে ভৌগোলিক কারণে আপাতত  পাহাড়ের জেলা গুলিতে এই পরিষেবা শুরু হচ্ছে না৷ ‘দুয়ারে রেশন’ প্রকল্প নিয়ে আজ মঙ্গলবার খাদ্য দফতরের সচিবের সঙ্গে ফুড কমিশনারের বৈঠক হয়৷ সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই প্রকল্প চালানোর জন্য প্রতি কুইন্টালে ২০০ টাকা করে রেশন ডিলারদের কমিশন দেওয়া হবে৷ প্রথম ১৫ দিন রেশন দোকান থেকেই এই প্রকল্পের জন্য জিনিস নিয়ে সরবরাহ করবেন রেশন ডিলাররা৷ যার প্যাকেজিং বাবদও আলাদা খরচ দেবে দেওয়া হবে।