সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ রাজ্যে সরকারের
গঙ্গাসাগর থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিটেন ফেরত যাত্রীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। মুখ্যমন্ত্রীর মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে ব্রিটেনের উড়ান নিষিদ্ধ করল নবান্ন। অতিরিক্ত মুখ্যসচিব বিপি গোপালীকা বিমান মন্ত্রকের সচিবকে চিঠি পাঠিয়ে বাংলায় ব্রিটেনের উড়ান নিষিদ্ধ করার কথা জানিয়েছেন। ৩ জানুয়ারি থেকে বাতিল ব্রিটেন থেকে কলকাতা আসার সমস্ত বিমান। ঝুঁকিপূর্ণ দেশ বাদ দিয়ে অন্যান্য দেশ থেকে আসা বিমানযাত্রীদের জন্যও কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। ৩ জানুয়ারি থেকে এই দুই নতুন বিধিনিষেধ চালু হচ্ছে দমদম বিমানবন্দরে।রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১০ শতাংশ যাত্রীর আরটিপিসিআর টেস্ট করা হবে। বাকি ৯০ শতাংশ যাত্রীকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করতে হবে। নিজেদের খরচেই এই টেস্ট করতে হবে। র্যাপিড অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট পজিটিভ এলে আরটিপিসিআর টেস্ট করতে হবে। বিমানবন্দরে ভিড় এড়ানোর জন্য যাত্রীদের আগে থেকে টেস্ট বুক করে রাখতে হবে। সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলিকে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। যাত্রীদের যাতে অপেক্ষা করতে না হয়, সে জন্য টেস্টিং কাউন্টার বাড়ানোর পরামর্শও দেওয়া হয়েছে।