কলকাতা পুজো

বিমান চলাচলে সমস্যা, পাইলটদের অভিযোগ জানানোর পরেই নিভল মন্ত্রী সুজিতের ‘বুর্জ খলিফা’র লেজার আলো

এবারের দুর্গাপুজোর অন্যতম সেরা আকর্ষণ হল ‘বুর্জ খলিফা’-র আদলে তৈরি ১৪০ ফুটের শ্রীভূমির মন্ডপ।  দুবাইয়ের সর্বোচ্চ বাড়ির শিরোপা পাওয়া ভবন তৈরি হয়েছে কলকাতা বিমানবন্দরের কাছে এই শ্রীভূমি সর্বজনীনের পুজো মন্ডপ। কিন্তু একটা আকর্ষণ থেকে বঞ্চিত হতে হবে দর্শনার্থীদের। উঁচু বুর্জ খালিফা দেখতে প্রতিপদের রাত থেকেই ভিড় জমাচ্ছে আমজনতা। লেজার শো আর আরবীয় গানের ছন্দে রীতিমতো জমে উঠেছে পরিবেশ। যা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন আগতরা। কিন্তু এর ফলে সমস্যা হয় বিমান চলাচলে। ইতিমধ্যেই এটিসিতে এ নিয়ে অভিযোগও জানিয়েছেন পাইলটরা। এটিসি বিমানবন্দরকে বিষয়টি জানিয়েছে বলে সূত্রে খবর। লেজার আলোয় বিমান চলাচলে সমস্যা হচ্ছে বলে আপত্তি ওঠাতেই তা নিভিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আগামী ১০ অক্টোবর অর্থাৎ পঞ্চমী থেকেই লেজার শো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনিতে বিমানবন্দরের একটি নির্দিষ্ট রেডিয়াসের মধ্যে লেজার লাইট ব্যবহার কিংবা ফানুস ওড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি থাকেই। এতে বিমান পরিষেবায় ব্যাঘাত ঘটে। পাইলটদের অভিযোগ, শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজোমণ্ডপের আলো এমনভাবে বিচ্ছুরিত হচ্ছে যে রানওয়েতে ক্যাট আলো ঠিকমতো চোখে পড়ছে না পাইলটদের। চোখ ধাঁধাচ্ছে পাইলটদের, তাতেই ঝুঁকির আশঙ্কা তৈরি হচ্ছে। বিধাননগর থানায় ই–মেইলের মাধ্যমে অভিযোগ জানানো হয়েছে। বিধাননগর পুলিশ মন্ত্রী সুজিত বসুকে অনুরোধ করেছেন, পুজোমণ্ডপের লেজার এবং স্পটলাইট বন্ধ রাখতে। তাই সপ্তমীতে ওই আলো বন্ধ রয়েছে বলে সূত্রের খবর। যার জেরে কলকাতার অন্যতম আকর্ষণীয় পুজোর থিম ‘বুর্জ খালিফা’ জৌলুস হারিয়েছে৷ সূত্রের খবর, তিনটি বিমান সংস্থার পাইলটরা এটিসিতে অভিযোগ করেন৷ সেই অভিযোগ কলকাতার দমদম বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে এসে পৌঁছয়৷ যদিও বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে এখনও এ নিয়ে কিছু বলা হয়নি।