দেশ

নয়া কৃষি আইনের বিরোধীতা করে অকালি দলের পর এবার এনডিএ ছাড়ল আরএলপি

নয়া কৃষি আইনের জেরে অকালি দলের পর ফের এক শরিক ছাড়ল এনডিএ। । এবার এনডিএ-র শরিক রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি এই ইস্যুতে এনডিএ জোট ছাড়ার কথা ঘোষণা করল। শনিবার দলের নেতা হনুমান বেনিওয়াল জানান, যে দল কৃষি বিলের মত কৃষক বিরোধী বিল আনে আমাদের দল তাদের পাশে থাকবে না। এর আগে এনডিএ’র অন্যতম পুরনো শরিক অকালি দল কেন্দ্রীয় মন্ত্রীর পদ ও সরকার ত্যাগ করেছে গত অক্টোবরেই। তারপর গত দু’মাস ধরে সারা দেশে বহু আন্দোলন হয়েছে। গত এক মাস ধরে দিল্লি-হরিয়ানা সীমান্তে কৃষকেরা রাস্তায় বসে আন্দোলন করছেন। অবশেষে এদিন তারা সিদ্ধান্ত নিয়েছেন মঙ্গলবার ফের সরকারের সঙ্গে আলোচনায় বসবেন। তার আগেই এদিন ফের একজন শরিক হারাল এনডিএ জোট।