দেশ

করোনার নয়া স্ট্রেনের জের, ব্রিটেনের সঙ্গে উড়ান বন্ধের সময় বাড়তে পারে

ব্রিটেনের সঙ্গে ভরতের বিমান পরিবহন স্থগিত রাখার সময়সীমা আরও কিছুদিনের জন্য বাড়তে পারে। তবে এই ব্যবস্থা দীর্ঘস্থায়ী হবে না। মঙ্গলবার অসামরিক বিমান পরিবহনের বার্ষিক সাংবাদিক সম্মেলনে এই ইঙ্গিতই দিলেন অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী। তার কারণ হিসেবে ইংল্যান্ডে করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের প্রকোপের বাড়বাড়ন্ত বলেই মনে করা হচ্ছে। সোমবারই ব্রিটেন ফেরত ছয়জনের শরীরে ওই নতুন স্ট্রেনের হদিশ মিলেছে। তারপরই কেন্দ্র সতর্ক হয়ে গিয়েছে বিমান পরিষেবা নিয়ে। ব্রিটেনে নতুন করোনা স্ট্রেনের সংক্রমণ ছড়ানোর খবরে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার গত ২২ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত বিমান পরিষেবায় স্থগিত রেখেছে। পুরী বলেন, অন্যান্য দেশগুলি বিমান পরিষেবা নিয়ে কী ব্যবস্থা নিচ্ছে তা দেখেই বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ করবে কেন্দ্র।