ফের ভূমিকম্প। ১০ দিনের ব্যবধানে ফের কেঁপে উঠল উত্তরের লেহ, লাদাখ। আজ অর্থাৎ সোমবার ২৪ মার্চ ভোর হওয়ার আগেই কেঁপে উঠল লে লাদাখের মাটি। জানা যাচ্ছে, কম্পন অনুভূত হয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৬। ইতিমধ্যেই, জাতীয় ভূমিকম্প কেন্দ্রের পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ভোর ৪ টে বেজে ৫৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই মানুষজন ঘোর ছেড়ে বেরিয়ে আসেন। উল্লেখ্য, এর ঠিক ১০ দিন আগে অর্থাৎ ১৪ মার্চ কেঁপে উঠেছিল লে লাদাখ থেকে শুরু করে কার্গিল। গভীর রাতে অনুভূত হয়েছিল কম্পন। আর এবার কম্পন অনুভূত হলো লে লাদাখের উত্তর অংশ।মনে রাখা প্রয়োজন, লেহ লাদাখ এমনিই ভূমিকম্পপ্রবণ অঞ্চল। অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে এই এলাকা। Seismic Zone-IV-এ রয়েছে লেহ এবং লাদাখ। ভূমিকম্পের প্রবণতার দিক থেকে এই অঞ্চল অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ।
