দেশ

সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের একাংশ সহ পড়শি দেশ মায়ানমা

সাতসকালে জোরালো ভূমিকম্প কেঁপে উঠল ভারতের পড়শি দেশ মায়ানমার। ভোর সাড়ে নাগাদ মায়ানমারের ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ৪.৩। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মায়ানমারের ভূপৃষ্ঠ থেকে ৯০ কিলোমিটার দূরে। গত রবিবার-সোমবার দুপুর ২:০৯ মিনিটে মিজোরামে ৩.৫ মাত্রার ভূমিকম্প হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিজোরামের রাজধানী আইজল, ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার দূরে। রবিবার গভীর রাতে জম্মু ও কাশ্মীরেও ভূমিকম্প অনুভূত হয়।জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় ভূমিকম্প হয়। ন্যাশনাল সিসমোলজি সেন্টারের মতে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৫। নেপালের রাজধানী কাঠমান্ডু রবিবার সকালে রিখটার স্কেলে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে। ভূমিকম্পে প্রায় ২০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।