ইস্টবেঙ্গল – ১ (সিভেরিও)
পাঞ্জাব এফসি – ০
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল। বুধবার কিশোর ভারতী স্টেডিয়ামে পঞ্জাব এফসিকে ১-০ গোলে হারিয়ে সরাসরি টুর্নামেন্টের পরের রাউন্ডে চলে গেল লাল হলুদ। ম্যাচের একমাত্র গোল সিভেরিওর। ডার্বি জয়ের পরের ম্যাচেও ধারাবাহিকতা অব্যাহত কার্লেস কুয়াদ্রাতের দলের। এদিন হিসেব পরিষ্কার ছিল। জিতলেই কোয়ার্টারের ছাড়পত্র। ড্র করলে বা হারলে ৬ পয়েন্ট নিয়ে শেষ আটে চলে যেত মোহনবাগান। কিন্তু তিন পয়েন্ট নিশ্চিত করেন স্প্যানিশ স্ট্রাইকার। ম্যাচের ২২ মিনিটে জয়সূচক গোল সিভেরিওর। বোরহার ক্রস থেকে নিখুঁত হেডে বল জালে রাখেন হায়দরাবাদ থেকে আসা বিদেশি। প্রথমার্ধেই ব্যবধান বাড়তে পারত। নাওরেমের সেন্টার থেকে সিভেরিওর হেড পোস্টে লেগে বেরিয়ে যায়। বিরতিতে ১-০ গোলে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। ডার্বির দলে এদিন একটি পরিবর্তন করেন কুয়াদ্রাত। কার্ড সমস্যা কাটিয়ে দলে ফেরেন নিশু কুমার। বাকি দল অপরিবর্তিত। প্রথম মিনিট থেকেই আধিপত্য ছিল ইস্টবেঙ্গলের। কিন্তু সেই নৈপুণ্যের অভাব। এদিনও একাধিক গোল মিস। পাঞ্জাব ম্যাচে হোসে পার্দো এবং ক্লেইটন সিলভাকে পরিবর্ত হিসেবে নামান লাল হলুদ কোচ। ব্রাজিলীয় স্ট্রাইকার নামার পর বেশ কিছু সুযোগ তৈরি হয়। কিন্তু ফিনিশিংয়ের সমস্যা। এত সুযোগ তৈরি করেও ব্যবধান বাড়াতে না পারার আফশোস থাকবে লাল হলুদ শিবিরের। এদিকে নজর দিতে হবে কুয়াদ্রাতকে। অন্যদিকে ইস্টবেঙ্গল জেতায় অনিশ্চিত হয়ে গেল মোহনবাগানের ভাগ্য। যদিও বেস্ট অফ টু হিসেবে পরের রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছে ফেরান্দোর দল। তবে বাকি ম্যাচের রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে।