কলকাতা

আগামী ১৯ ও ২৬ অগাস্ট বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা

জরুরি কাজের জন্য আগামী ১৯ ও ২৬ অগস্ট বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। অর্থা‍ৎ ওই দুই দিন সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা পাবেন না সাধারণ যাত্রীরা। বুধবার কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে এ খবর জানানো হয়েছে। ফলে ওই দুই দিন ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা ব্যবহারকারীদের চরম দুর্ভোগ পোহাতে হবে। কলকাতা মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের শেষের দিকে চলতি বছরের শেষেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর লক্ষ্য নেওয়া হয়েছে। আর ওই লক্ষ্যপূরণের জন্য আগামী ১৯ ও ২৬ অগস্ট  ‘ইন্টিগ্রেটেড সেফটি টেস্ট’ চালানো হবে। ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান অংশে ওই সেফটি টেস্ট চালানো হবে। গঙ্গার তলা দিয়ে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান অংশে মেট্রো পরিষেবা চালু করার ক্ষেত্রে ওই ইন্টিগ্রেটেড টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।