অবরোধ ও বিক্ষোভের জেরে লোকাল ট্রেন পরিষেবা চালু করতে চেয়ে ফের রাজ্যকে চিঠি দিতে চলেছে পূর্ব রেল। একই সঙ্গে রেলের নিরাপত্তার বিষয়টি যাতে রাজ্য গুরুত্ব দিয়ে দেখে, সেই বিষয়টি নিয়েও অনুরোধ জানাবে তারা। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে রেল অবরোধ ও বৃহস্পতিবার মল্লিকপুরের যাত্রীদের সঙ্গে রেল পুলিশের খণ্ডযুদ্ধের জেরেই উদ্বিগ্ন রেলের তরফে এই চিঠি দেওয়া হচ্ছে। এমনটাই রেল সূত্রে জানা গেছে। এ বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘লোকাল ট্রেন চালু করার দাবিতে প্রায়ই বিক্ষোভ হচ্ছে। রেলকর্মীরা আক্রান্ত হচ্ছেন। ফলে পরিষেবা চালু করতে চেয়ে এবং রেলের নিরাপত্তার দিকটি রাজ্য সরকার যাতে আরও গুরুত্ব দিয়ে দেখে, সেই বিষয়ে অনুরোধ জানিয়ে আমরা রাজ্যের মুখ্যসচিব ও পরিবহন সচিবকে চিঠি দিতে চলেছি।’