লকডাউনে অত্যাবশ্যকীয় পণ্যের জোগান যাতে ব্যাহত না হয়, তার জন্য গত ১০ এপ্রিল থেকে বিভিন্ন রুটে পার্সেল এক্সপ্রেস ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। তারা জানিয়েছে, আগামী ১৫ জুন পর্যন্ত এই ট্রেনগুলি চালানো হবে। বর্তমানে হাওড়া-গুয়াহাটি-হাওড়া, হাওড়া-জামালপুর-হাওড়া, হাওড়া-মুম্বই-হাওড়া সহ একাধিক রুটে এই ট্রেন চলছে। গত ৫ জুন পর্যন্ত ৩৬২ ট্রিপ পার্সেল এক্সপ্রেস চালিয়েছে তারা। তাতে ৭,৫৬৫ টনেরও বেশি পণ্য বহন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ওষুধপত্র, চিকিৎসা সরঞ্জাম সহ অন্যান্য জিনিসপত্র। একইভাবে বিভিন্ন রাজ্য থেকে বাংলায় নানা জিনিস আসছে।