রাতের অন্ধকারে ত্রিপুরার আমবাসায় তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি হানা চালিয়েছে পুলিস। ভিডিও দিয়ে টুইটে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, ‘বুধবার রাতে বেশ কয়েকজন তৃণমূল কর্মী এবং দেবাংশু ভট্টাচার্যর গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিস। তাঁদের জামিন অযোগ্য মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে।’ কুণাল ঘোষ দুটি টুইট করেন। প্রথমটিতে লেখেন, ‘রাতভর পুলিশি তাণ্ডব। তৃণমূলের সেদিনের গাড়ির চালকসহ একাধিক গ্রেপ্তার। জয়া, সুদীপ, দেবাংশু-সহ সেদিন জামিনপ্রাপ্তদের নতুন করে গ্রেপ্তারের ছক। ইতিমধ্যেই স্থানীয় দুজনের বাড়ি পুলিশ। রাতের অন্ধকারেই বিজেপির দলদাসদের অতিসক্রিয়তা।’ এরপর একটি ভিডিও দিয়ে টুইটে লেখেন, ‘রাতে তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি পুলিশের হানা। তুলে নিয়ে যাওয়া। অন্ধকারে অতিসক্রিয়তা। অন্ধকারের জীবদের মতো আচরণ। গুণ্ডারাজ, পুলিশরাজ দিয়ে মানুষের আন্দোলনকে ঠেকানো যাবে না। হামলা থেকে মামলা, যত এসব করবে, তত বোঝা যাবে, ভয় পেয়েছে বিজেপি।’