হক জাফর ইমাম, মালদাঃ মসজিদের টাকা নিয়ে বচসার জেরে উত্তপ্ত হয়ে উঠল মালদা কালিয়াচকের জালালপুরের বালুয়াচরা গ্রাম৷ ঘটনার জেরে জখম হন এক প্রবীণ ব্যক্তি । নাম রবিউল শেখ ওরফে ভোলু । তিনি মালদা কালিয়াচকের বালুয়াচরা গ্রামের বাসিন্দা । খবর পেয়ে ঘটনাস্থালে আসে মালদা কালিয়াচক থানার পুলিশ৷ তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে বছর তিনেক আগে বালুয়াচরা গ্রামের মসজিদের মাথা ছিলেন রবিউল সাহেব ৷ পরে তাঁকে সরিয়ে সেই জায়গা দখল করে তাঁর বিরোধী গোষ্ঠীর লোকজন৷ অভিযোগ, মসজিদের টাকা বিভিন্নভাবে নয় ছয় করে ওই গোষ্ঠীর লোকজন ৷ এই ঘটনার প্রতিবাদ করেন রবিউল সাহেব৷ এই নিয়ে রবিউল সাহেবের সঙ্গে দীর্ঘদিন ধরেই তাদের ঝামেলা চলছিল৷ বুধবার রাতে সেই ঝামেলা চরমে ওঠে । অভিযোগ, তখনই রবিউল সাহেবকে লক্ষ্য করে বোমা ছোড়ে তাঁর বিরোধী গোষ্ঠীর লোকজন ৷ বোমার আঘাতে জখম হন রবিউল সাহেব ৷ রবিউল সাহেবের পরিবারের সদস্যদের অভিযোগ, এই বোমাবাজির নেতৃত্ব দিয়েছে ওই গ্রামের বাসিন্দা মোতিন শেখ ও ইশা শেখ ৷ যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে মালদা কালিয়াচক থানার পুলিশ ৷