হক জাফর ইমাম, মালদা: প্রতিবছরের ন্যায়, এ বারও বৈশাখ মাসের মঙ্গলবার থেকে হবিবপুর ব্লকের ভাজাডাঙ্গা কালি মন্দিরে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের ঐতিহাসিক বহু পুরনো প্রাচীন বুড়ি কালিমার আরাধনা। গোটা বৈশাখ জুড়ে সপ্তাহের প্রত্যেক মঙ্গলবার ও শনিবার পুজো হয়। এই কালিপুজো দেখতে বিভিন্ন এলাকার থেকে ভক্ত বৃন্দরা আসেন। কালি পুজোটিকে কেন্দ্র করে প্রত্যেক মঙ্গলবার ও শনিবার মেলাও বসে। মেলায় শিশুদের জন্য নাগর দোলা, হর্স রেস, মেলাতে বিভিন্ন ধরনের গৃস্থালী কাজের লোহার তৈরী দা, কোড়াল, বুঁটি, কাচি, হাসুয়া, কোদাল ও পাতি, ইদ্যাদি পাওয়া যাচ্ছে। বিভিন্ন মিষ্টি সামগ্রী পাওয়া যাচ্ছে। কসমেট্রিকস সামগ্রী সহ বিভিন্ন প্রসাধনী পসরা সাজানো হয়েছে এই মেলায়। আশেপাশের গ্রামের আট থেকে আশি সব বয়সের ছেলে মেয়েরা আনন্দে মেতে উঠেছে এই মেলায় কালি মন্দিরের সভাপতি সপণ মণ্ডল জানান, এই বুড়ি মা জাগ্রত। দূরদূরান্ত থেকে লোক আসে মানত করে। মানত করলে তাদের মনস্কামনা পূর্ণ করে মা । বৈশাখ মাসের সপ্তাহের প্রত্যেক মঙ্গলবার ও শনিবার পুজো হয় ও প্রত্যেক মঙ্গলবার মেলাও বসে।