ইন্দ্রনীল সেন, নয়াদিল্লিঃ ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা বুধবার রাতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে না পেরে বিপদে পড়লেন। আর সেই ক্ষোভের কথা অনেকেই জানালেন টুইটারের মাধ্যমে। ভারতে ফেসবুক রাত সাড়ে ৯টার পর থেকে ডাউন হয়ে যায়। তার কয়েক মিনিটের মধ্যে ইনস্টাগ্রামও বসে যায়। হোয়াটসঅ্যাপও সমস্যা দেখা দেয়। সমস্যা তাড়াতাড়ি সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছে। অনেক ব্যবহারকারী প্রথমে সমস্যা বুঝতে পারেননি। তবে অনেকেই বিফল হয়েছেন। পরে ফেসবুক বিবৃতি দেওয়ার পর বিষয়টি সামনে আসে। এই প্রসঙ্গে ফেসবুক দুঃখপ্রকাশ করেছে।